ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৩:২২
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ, ২ জুলাই, ২০২৫ (বাসস): জেলার পাকুন্দিয়া উপজেলার পাশ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর নিখোঁজ থাকা দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সকাল ৭টার দিকে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্বজনরা। এ নিয়ে ওই নৌকাডুবির ঘটনায় তিন শিশুর প্রাণহানি ঘটেছে।

মৃতরা হলো, পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা দুজনই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চরআলগী এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় ওঠে। কিন্তু ময়মনসিংহের দত্তেরবাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় তিনজন।

পরে গতকাল দুপুরে শাপলা আক্তার (১৫) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর বাকি দুই শিশু নিখোঁজ ছিল।

চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, ভোরে নিহতদের স্বজনেরা নৌকা নিয়ে নদে তল্লাশি চালায়। একপর্যায়ে বাঁশিয়া এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখে উদ্ধার করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। মরদেহ দুটি আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন
এ জে মোহাম্মদ আলীর অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে : প্রধান বিচারপতি
সারা দেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কারাদণ্ড, জরিমানা আদায় ও জব্দ
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান
দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চাঁনখারপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
১০