পটুয়াখালী জেলা বিএনপি’র সম্মেলন শুরু

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৪:২৯
পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। ছবি: বাসস

পটুয়াখালী, ২জুলাই ২০২৫(বাসস) : দীর্ঘ ২৩ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। 

বুধবার সকাল শহরের ব্যায়ামাগার মিলনায়তনে নেতাকর্মীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। 

প্রথম অধিবেশন জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু।

সম্মেলন ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে টানানো হয়েছে রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার ও তোরণ। সাজানো হয়েছে রঙিন বাতিতে।

সম্মেলনে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

প্রথম পর্বে আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। বরিশাল বিভাগের মধ্যে এটিই প্রথম সম্মেলন, যেখানে ভোটের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি।

সম্মেলনে জেলার ৮ উপজেলার ১৪ ইউনিটের ১ হাজার ৫১৪ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। এতে সভাপতি ও সম্পাদক পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দ্বিতীয় অধিবেশনে  বিকেল ৪ টায় ভোট গ্রহন কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০