পটুয়াখালী জেলা বিএনপি’র সম্মেলন শুরু

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৪:২৯
পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। ছবি: বাসস

পটুয়াখালী, ২জুলাই ২০২৫(বাসস) : দীর্ঘ ২৩ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। 

বুধবার সকাল শহরের ব্যায়ামাগার মিলনায়তনে নেতাকর্মীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। 

প্রথম অধিবেশন জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু।

সম্মেলন ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে টানানো হয়েছে রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার ও তোরণ। সাজানো হয়েছে রঙিন বাতিতে।

সম্মেলনে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

প্রথম পর্বে আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। বরিশাল বিভাগের মধ্যে এটিই প্রথম সম্মেলন, যেখানে ভোটের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি।

সম্মেলনে জেলার ৮ উপজেলার ১৪ ইউনিটের ১ হাজার ৫১৪ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। এতে সভাপতি ও সম্পাদক পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দ্বিতীয় অধিবেশনে  বিকেল ৪ টায় ভোট গ্রহন কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে 
বর্তমান ধর্মভিত্তিক রাজনীতির সাথে প্রকৃত ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই : টুকু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫০৬ জন হাসপাতালে ভর্তি
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল
নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান খুলনা বিএনপি নেতাদের
যশোরে ছয়টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক
ইংল্যান্ডকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের মিশনে নিউজিল্যান্ড
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
জেমিমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
১০