পটুয়াখালীতে ৪ হাজার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৪:২১
বুধবার পটুয়াখালী জেলার বাউফলে প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়। ছবি : বাসস

পটুয়াখালী, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম আজ দুপুর ১২ টায় শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিসের বীজ সংরক্ষণাগার প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার। কৃষি কর্মকর্তা রেদওয়ান তালুকদার, মো.ফোরকান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি কর্মকর্তা  বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। আজ অন্তত ২টি ইউনিয়ন থেকে ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কিছু প্রতিষ্ঠানকে এসব বীজ, চারা ও রাসায়নিক সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী সবাইকে প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হবে। এই প্রণোদনার আওতায় যেসব ফসলের উপকরণ দেয়া হচ্ছে এর ফলে কৃষি উৎপাদন বাড়বে।

প্রণোদনায় উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির  বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারাও প্রদান করা হয়।

এছাড়া দুপুর ১টার দিকে  উপজেলা পরিষদের সামনে লাল ফিতা কেটে  জাতীয় ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। জাতীয় ফল মেলায় তিনটি স্টল ছিল। যেখানে দেশীয় আম, জাম, কাঁঠাল, লিচু, কলাসহ বিভিন্ন ফলের সমাহার ছিল।  

২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০