কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৪:৫৯
কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিন),২ জুলাই ২০২৫ (বাসস) : জেলার বুড়িচং উপজেলার একটি মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বরাদ্দকৃত ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে কাউসার নামে এক মুদি দোকানির দোকান থেকে টিসিবির ৭৯ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

ইউএনও জানান, টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কাউসার স্টোরে বিপুল পরিমাণ টিসিবির তেল পাওয়া যায়। 

দোকানদার কাউসার দাবি করেন, তিনি জেলার আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে তেলগুলো কিনে এনে নিজের দোকানে বিক্রির জন্য রেখেছিলেন।

অভিযানের সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা জরিমানা এবং টিসিবির  তেল জব্দ করা হয়।

এ সময় ইউএনও বলেন, ‘এই তেল কীভাবে ব্যবসায়ীর কাছে পৌঁছেছে এবং কোন ডিলারের মাধ্যমে তা এসেছে,সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযানে জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিজিটাল ব্যবস্থায় আন্তঃসংযোগ গড়ায় সরকারের ব্যাপক অগ্রগতি 
সড়কপথে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
টাঙ্গাইলে মাভাবিপ্রবি’তে থিসিস ও প্রকাশনা বিষয়ক সেমিনার
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা শহীদুজ্জামান শহীদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
কুমিল্লায় স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অবদানের জন্য তারেক রহমানকে যুবদলের সম্মাননা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
পনেরো বছর পর আগামীকাল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে বিপাকে বাংলাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ নওগাঁয়
১০