কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৪:৫৯
কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিন),২ জুলাই ২০২৫ (বাসস) : জেলার বুড়িচং উপজেলার একটি মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বরাদ্দকৃত ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে কাউসার নামে এক মুদি দোকানির দোকান থেকে টিসিবির ৭৯ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

ইউএনও জানান, টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কাউসার স্টোরে বিপুল পরিমাণ টিসিবির তেল পাওয়া যায়। 

দোকানদার কাউসার দাবি করেন, তিনি জেলার আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে তেলগুলো কিনে এনে নিজের দোকানে বিক্রির জন্য রেখেছিলেন।

অভিযানের সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা জরিমানা এবং টিসিবির  তেল জব্দ করা হয়।

এ সময় ইউএনও বলেন, ‘এই তেল কীভাবে ব্যবসায়ীর কাছে পৌঁছেছে এবং কোন ডিলারের মাধ্যমে তা এসেছে,সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযানে জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলডিসি গ্র্যাজুয়েশন একটি জাতীয় অর্জন : অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান
সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে : খুলনা প্রেসক্লাব
আওয়ামী লীগের শরিক ১৪ দল নিষিদ্ধের দাবি জানালেন হামিদুর রহমান আযাদ
১৪ হাজার রানের অনন্য কীর্তি পোলার্ডের
আন্তর্জাতিক জলসীমায় ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার
অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
পিরোজপুরে দুর্যোগ পূর্বাভাস বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা 
তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫
১০