যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০০:৩০ আপডেট: : ০৩ জুলাই ২০২৫, ০৯:৪০

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। রাজধানীর বিমানবন্দরস্থ একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা মার্কিন রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

প্রতিনিধি দলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ এবং বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যালিফোর্নিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিখোঁজ ৭
কিশোরগঞ্জে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ
পোল্যান্ডের অর্থনীতিকে চাঙ্গা করছে ইউক্রেনীয় শরণার্থীরা
নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই
দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং
রাঙ্গামাটিতে কৃষি উপকরণ ও চারা বিতরণ
নির্যাতন করেও বিএনপি’র মনোবল এতটুকুও নষ্ট করা যায়নি: রিজভী 
পরিবেশবান্ধব বাঁশ শিল্প বাঁচাতে সরকারি সহায়তা বাড়ানোর সুপারিশ
চানখাঁরপুলে হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু
মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে : পেন্টাগন
১০