আওয়ামী লীগের সাবেক এমপি’র বাসায় অস্ত্র উদ্ধারের ঘটনাকে ভিন্নখাতে নেওয়া শনাক্ত: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:৩০

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস): সাতক্ষীরা সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনাকে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, স্নাইপার উদ্ধারের ভিডিওটি জামায়াত নয়, আওয়ামী লীগ নেতার বাড়ির।

ফ্যাক্টওয়াচ জানায়, সাতক্ষীরায় জামায়াতের আমিরের বাসা থেকে বাংলাদেশ সেনাবাহিনী স্নাইপার রাইফেল উদ্ধার করেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর একজন সদস্য বক্স থেকে একটি অস্ত্রসদৃশ বস্তু বের করছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, অস্ত্রসদৃশ বস্তুটি উদ্ধারের ভাইরাল ভিডিওর ঘটনাটি সাতক্ষীরার জামায়াতের আমিরের বাসার নয়। মূলত অস্ত্র সদৃশ বস্তুটি উদ্ধার করা হয় দশম জাতীয় সংসদে সাতক্ষীরা থেকে সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসায় অভিযানের সময়। এ সময় রিফাত আমিনের ছেলেকে আটক করে সেনাবাহিনী। 

অনুসন্ধানে আরো জানা গেছে, সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের বাসা থেকে স্নাইপার উদ্ধারের দাবিটিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং আওয়ামী লীগ এমপি’র বাসা অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত নিউজ বিভিন্ন গণমাধ্যমে পাওয়া গেছে। দৈনিক কালের কণ্ঠে ১৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়। রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন এলাকার বাড়িতে অভিযান চালানো হয়।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, অভিযান শেষে সেনাবাহিনীর মেজর ইফতেখার আহম্মেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩ শতাধিক ইয়াবা ট্যাবলেট ও একটি এয়ারগান, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। রুমনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অর্থাৎ সাতক্ষীরায় অস্ত্র সদৃশ বস্তু উদ্ধারের ভাইরাল ভিডিওটি জামায়াতের আমিরের বাসার নয় বরং জেলাটির  সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসায় অভিযানের সময়কার। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী
খুলনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা 
দিনাজপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার তাল বীজ রোপণ
সালভাদরের নাগরিক গার্সিয়াকে লাইবেরিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র
এনসিপি'র সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ২
ট্রাম্পের এশিয়া সফর: থাকবে সম্মেলন, বৈঠক ও চুক্তি
মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের সমাপনী ও পুরস্কার বিতরণ
কুয়ালালামপুরে চীন-মার্কিন বাণিজ্য আলোচনা শুরু 
১০