চাঁদপুরে অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:০২ আপডেট: : ০৩ জুলাই ২০২৫, ১৬:১৪

চাঁদপুর, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২০) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আলু বাজার নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে এই তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় একটি মোবাইল ফোন থেকে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয় যে, সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে স্থানীয় সাক্ষী ইশানবালা গ্রামের মৃত দুদু মিয়ার মেয়ে সাথী আক্তারের সহায়তায় মৃতদেহটি তীরে আনা হয়। পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে মৃতদেহটি এক অজ্ঞাতনামা যুবতীর। বয়স আনুমানিক ২০ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। নিহতের পরনে কোনো পোশাক ছিলনা। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুর ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
১০