চাঁদপুরে অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:০২ আপডেট: : ০৩ জুলাই ২০২৫, ১৬:১৪

চাঁদপুর, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২০) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আলু বাজার নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে এই তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় একটি মোবাইল ফোন থেকে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয় যে, সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে স্থানীয় সাক্ষী ইশানবালা গ্রামের মৃত দুদু মিয়ার মেয়ে সাথী আক্তারের সহায়তায় মৃতদেহটি তীরে আনা হয়। পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে মৃতদেহটি এক অজ্ঞাতনামা যুবতীর। বয়স আনুমানিক ২০ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। নিহতের পরনে কোনো পোশাক ছিলনা। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুর ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অগ্নিকাণ্ডের পর পুনরায় খুলে দেওয়া হল স্পেনের ঐতিহাসিক মসজিদ ক্যাথেড্রাল
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্র্যাইব্যুনাল
ভয়াবহ ধসের পর চিলির তামার খনি পুনরায় কার্যক্রম শুরু করবে
লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত
বাগেরহাটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক 
কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
১০