
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ন্যাটো বুধবার জানিয়েছে, জোটের পূর্বাঞ্চলে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির সংখ্যা কমানোর পরিকল্পনা সম্পর্কে তারা আগেই অবগত ছিল এবং তারা এই পদক্ষেপকে ‘সমন্বয়মূলক পরিবর্তন’ হিসেবে অভিহিত করেছে।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ন্যাটোর একজন কর্মকর্তা বলেন, জোটের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি ‘স্পষ্ট’ এবং ইউরোপে তাদের উপস্থিতি এখনও উল্লেখযোগ্য হারে রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, এই পরিবর্তনের পরও ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান গত বহু বছরের তুলনায় বড় এবং ২০২২ সালের আগের চেয়ে অনেক বেশি মার্কিন সেনা এখন ইউরোপে রয়েছে।
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন পর্যালোচনার পর ইউরোপে সেনা সংখ্যা কমানোর ঘোষণা প্রত্যাশিত ছিল। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ জানায়নি যুক্তরাষ্ট্র।
তবে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এই হ্রাসের পূর্বাভাস দিয়ে বলেছে, ওয়াশিংটন একটি ব্রিগেডের রোটেশন বন্ধ করতে যাচ্ছে। তারা ন্যাটো সদস্যভুক্ত বিভিন্ন রাষ্ট্র, যেমন- বুলগেরিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে মোতায়েন ছিল।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাহার মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে রাশিয়া আগামী কয়েক বছরের মধ্যে যেকোনো ন্যাটো দেশকে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ন্যাটোর ওই কর্মকর্তা বলেন, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি স্পষ্ট। ন্যাটো শক্তিশালী প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করেছে এবং সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধ ও সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করতে আমরা যথোপযুক্ত বাহিনী ও সক্ষমতা বজায় রাখার জন্য কাজ করছি।