রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় আটক ১

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:০৪

রাজশাহী, ৩ জুলাই, ২০২৫ (বাসস) :  রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ১৪ বছরের এক  কিশোরীকে অপহরণের ঘটনায় সাব্বির (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৫।
 
আটক যুবক দুর্গাপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের শাহাদতের ছেলে।

বুধবার দুপুরে দুর্গাপুর থানাধীন বর্ধনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
 
র‌্যাব জানায়, ভিকটিম বর্ধনপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে লেখাপড়া করে।  সে স্কুলে যাতায়াতের সময় সাব্বির বিভিন্ন সময়ে প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত। গত ২৪ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ভিকটিম প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাব্বির অপর একজনের সহযোগিতায় ঘটনাস্থল দুর্গাপুর থানাধীন বর্ধনপুর হিন্দুপাড়া গ্রামস্থ রাস্তার উপর থেকে ভিকটিমকে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে সিএনজি যোগে নিয়ে আমগাছীর দিকে দ্রুত নিয়ে যায়।

এরপর ২৮ জুন ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এর একটি আভিযানিক দল বর্ধনপুর পশ্চিমপাড়া থেকে অপহরণের মূলহোতা সাব্বিরকে আটক করে। তাকে  দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
নির্বাচন কমিশন সার্ভিস গঠনের দাবি উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের
গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
গাজা সিটি থেকে গণহারে লোকজন সরিয়ে নেওয়া অসম্ভব : রেডক্রস প্রধান
১০