ঝিনাইদহে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:১৪

ঝিনাইদহ, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে চাঞ্চল্যকর জসিম উদ্দিন হত্যা মামলায় গৃহবধূ রিতা খাতুন (৩৫) ও আব্দুল মালেককে (৩৯) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন স্থানীয় আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

দন্ডিত রিতা খাতুন হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং তার প্রেমিক আব্দুল মালেক একই উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের জালাল মন্ডলের ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, ২০২২ সালের ১৭ নভেম্বর রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেক কৌশলে বাড়ির পাশে ডেকে নিয়ে জসিম উদ্দিনকে চেতনানাশক খাইয়ে হত্যা করে। পরে ওই ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।

রায়ে স্বামী হত্যার দায়ে অভিযুক্ত রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদাণ্ড দেন আদালত। বাদীপক্ষে অ্যাডভোকেট রবিউল ইসলাম, নেকবার ও অ্যাডভোকেট রিমা ইয়াসমিন এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও গৌতম কুমার মামলাটি পরিচালনা করেন।

রায় ঘোষণার পর মামলার বাদী আব্দুর রশিদ বলেন, আসামীদের মৃত্যুদণ্ড দিলে আরো খুশি হতাম। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করব। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলডিসি গ্র্যাজুয়েশন একটি জাতীয় অর্জন : অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান
সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে : খুলনা প্রেসক্লাব
আওয়ামী লীগের শরিক ১৪ দল নিষিদ্ধের দাবি জানালেন হামিদুর রহমান আযাদ
১৪ হাজার রানের অনন্য কীর্তি পোলার্ডের
আন্তর্জাতিক জলসীমায় ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার
অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
পিরোজপুরে দুর্যোগ পূর্বাভাস বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা 
তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫
১০