পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৬:৩৩

পাবনা,৪ জুলাই, ২০২৫  (বাসস): পাবনা ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। 

বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। নিহত আরেক যাত্রীর শনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার
কিউবার প্রেসিডেন্টের চীন, লাওস ও ভিয়েতনাম সফর শুরু 
প্রধানমন্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার হুথিদের : কর্মকর্তা
ডা. আমান উল্লাহর পিতার মৃত্যুতে ইউট্যাবের শোক
মার্কিন বাণিজ্য যুদ্ধবিরতি সত্ত্বেও আগস্টে চীনের উৎপাদন হ্রাস 
অটোরিকশামুক্ত নিকুঞ্জ: জনজীবনে স্বস্তি
ইসরাইলি হামলায় ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী নিহত
নেত্রকোণা বিএনপির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল, সাধারণ সম্পাদক হিলালী 
গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের ১০ সদস্য গ্রেফতার, উদ্ধার ১০৩ ফোন
ডিইএব-এর ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
১০