সুনামগঞ্জে অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৬:৩৯

সুনামগঞ্জ, ৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও বিএসটিআই, সিলেট এর সমন্বয়ে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাসুম ট্রেডার্স, ডিএস রোড, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটিকে  সিএম সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রির অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুসারে ২৫ হাজার টাকা এবং ব্রেড পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, নিট ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আনোয়ার মিষ্টান্ন ভাণ্ডার, ডিএস রোড, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটিকে ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, নিট ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার। 

সিলেটের বিএসটিআই কর্মকর্তা মো. আল আমিন ও  ফিল্ড অফিসার মো. অমিত হাসান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযানে অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
নারায়নগঞ্জে গাড়িচালক ও হেলপারদের জন্য হচ্ছে আমব্রেলা একাউন্ট 
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
১০