বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৭:২৮
বৃহস্পতিবার বগুড়ার মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীর অপহরণকারীদের আটক করেছে সেনাবাহিনী। ছবি: বাসস

বগুড়া, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।

সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হানের নেতৃত্বে একটি টহল দল মালতিনগরে অভিযান চালায়। অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিল। অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা হতভম্ব হয়ে পড়ে। কোনো সংঘর্ষ ছাড়াই শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়। 

অভিযান শেষে সেনাবাহিনী বেশ কিছু সরঞ্জাম জব্দ করে। সেগুলোর মধ্যে রয়েছে:৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।

তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন সরঞ্জাম বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ৫০ জনের মাঝে সনদ বিতরণ
বার্সেলোনা ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিলেন ইনিগো মার্টিনেজ
অভিষেকেই নিজের উপস্থিতির জানান দিলেন সন
কম্বোডিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই সৈন্য আহত
ইউক্রেন বিষয়ক পশ্চিমা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
কুমিল্লায় ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট জব্দ 
সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 
মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১১ মামলা
খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
১০