বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৭:২৮
বৃহস্পতিবার বগুড়ার মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীর অপহরণকারীদের আটক করেছে সেনাবাহিনী। ছবি: বাসস

বগুড়া, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।

সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হানের নেতৃত্বে একটি টহল দল মালতিনগরে অভিযান চালায়। অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিল। অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা হতভম্ব হয়ে পড়ে। কোনো সংঘর্ষ ছাড়াই শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়। 

অভিযান শেষে সেনাবাহিনী বেশ কিছু সরঞ্জাম জব্দ করে। সেগুলোর মধ্যে রয়েছে:৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।

তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন সরঞ্জাম বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০