মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৮:৩৮
গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার লৌহজং উপজেলায় আজ চল্লিশটির বেশী এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করার অপরাধে বিক্রেতা প্রতিষ্ঠানের মালিককে দুইলাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান। 

আজ শনিবার দুপুর ১ টায় লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌঁড় বাজারে মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমীনকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টায় লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌঁড় বাজারে অভিযানকালে দোকানের পিছন থেকে ৮৪০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। যদিও একজন দোকানদার সর্বোচ্চ পাঁচশ’ কেজি বা ৪০ টি সিলিন্ডার রাখতে পারেন। পরে উদ্ধারকৃত গ্যাস ভর্তি সিলিন্ডারের মধ্যে থেকে ৪০ টি দোকানে রেখে বাকীগুলো কোম্পানীর নিকট ফেরৎ দেওয়া হয়। এসময় বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমীনকে দুইলাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০