মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৮:৩৮
গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার লৌহজং উপজেলায় আজ চল্লিশটির বেশী এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করার অপরাধে বিক্রেতা প্রতিষ্ঠানের মালিককে দুইলাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান। 

আজ শনিবার দুপুর ১ টায় লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌঁড় বাজারে মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমীনকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টায় লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌঁড় বাজারে অভিযানকালে দোকানের পিছন থেকে ৮৪০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। যদিও একজন দোকানদার সর্বোচ্চ পাঁচশ’ কেজি বা ৪০ টি সিলিন্ডার রাখতে পারেন। পরে উদ্ধারকৃত গ্যাস ভর্তি সিলিন্ডারের মধ্যে থেকে ৪০ টি দোকানে রেখে বাকীগুলো কোম্পানীর নিকট ফেরৎ দেওয়া হয়। এসময় বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমীনকে দুইলাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
১০