সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পেলেন ৩৪৭ জটিল রোগী 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৮:৫৪
শনিবার সিআইএমসিএইচ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে ৩৪৭ জটিল রোগীকে অনুদান তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। ছবি: বাসস

চট্টগ্রাম, ৫ জুলাই ২০২৫ (বাসস) : চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকজনিত প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও কিডনি রোগে আক্রান্ত ৩৪৭ রোগীর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান হস্তান্তর করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। শনিবার (৫ জুলাই) দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে অনুদান তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইএমসিএইচ পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসি কমিটির সদস্য ফয়সাল মো. ইউনুছ, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক মো. সিরাজদ্দৌলা, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. আকরাম পারভেজ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. বখতিয়ার আলম, চিটাগাং আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আমেনা শাহীন, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও উপ-পরিচালক ফরিদুল আলম।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, ‘জটিল পাঁচটি রোগে আক্রান্ত ৩৪৭ জন রোগীকে আজ সরাসরি কিছু সহযোগিতা করা হচ্ছে। আমাদের আরও ভালো লাগত, যদি এই টাকাগুলো আমরা তাদের বাসায় গিয়ে দিয়ে আসতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই ব্যয়বহুল রোগে আক্রান্ত। চিকিৎসার প্রকৃত ব্যয়ের তুলনায় এই অর্থ হয়তো কম, কিন্তু আমাদের চেষ্টা থাকে পাশে থাকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আগেও নানা জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়েছে, ভবিষ্যতে এ সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই, আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, দীর্ঘদিন বেঁচে থাকুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০