সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পেলেন ৩৪৭ জটিল রোগী 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৮:৫৪
শনিবার সিআইএমসিএইচ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে ৩৪৭ জটিল রোগীকে অনুদান তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। ছবি: বাসস

চট্টগ্রাম, ৫ জুলাই ২০২৫ (বাসস) : চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকজনিত প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও কিডনি রোগে আক্রান্ত ৩৪৭ রোগীর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান হস্তান্তর করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। শনিবার (৫ জুলাই) দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে অনুদান তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইএমসিএইচ পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসি কমিটির সদস্য ফয়সাল মো. ইউনুছ, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক মো. সিরাজদ্দৌলা, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. আকরাম পারভেজ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. বখতিয়ার আলম, চিটাগাং আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আমেনা শাহীন, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও উপ-পরিচালক ফরিদুল আলম।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, ‘জটিল পাঁচটি রোগে আক্রান্ত ৩৪৭ জন রোগীকে আজ সরাসরি কিছু সহযোগিতা করা হচ্ছে। আমাদের আরও ভালো লাগত, যদি এই টাকাগুলো আমরা তাদের বাসায় গিয়ে দিয়ে আসতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই ব্যয়বহুল রোগে আক্রান্ত। চিকিৎসার প্রকৃত ব্যয়ের তুলনায় এই অর্থ হয়তো কম, কিন্তু আমাদের চেষ্টা থাকে পাশে থাকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আগেও নানা জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়েছে, ভবিষ্যতে এ সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই, আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, দীর্ঘদিন বেঁচে থাকুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
১০