যশোরে কৃষকদের মধ্যে তুলা বীজ বিতরণ 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৯:০১
তুলা বীজ বিতরণ । ছবি : বাসস

যশোর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ তুলা চাষ বাড়ানোর লক্ষ্যে দুইহাজার ছয়শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে জেলা শহরের খয়েরতলা এলাকার কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রশিক্ষণ কক্ষে সরকারি প্রণোদনার এসব উপকরণ বিতরণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে তুলা বীজ ও উপকরণ বিতরণ উদ্বোধন করেন। 

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তুলা উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক তাসদিকুর রহমান ও প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল বলেন, কৃষকদের তুলা চাষে উৎসাহিত করতে সরকার প্রত্যেক কৃষককে সাড়ে আটহাজার টাকা মূল্যের সমপরিমান উপকরণ প্রণোদনা হিসেবে দিচ্ছে। 

তিনি বলেন, তুলা চাষে সময় বেশি লাগলেও লাভ বেশি। প্রতি বিঘাতে ৬০ থেকে ৭০ হাজার টাকার তুলা উৎপাদিত হয়। সেকারণে তুলা চাষ বাড়ানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।

উপকরণ নিতে আসা ঝিকরগাছা উপজেলার মোহিনীকাটি গ্রামের আব্দুল আলিম গতবছর এক বিঘা জমিতে তুলা চাষ করেছিলেন এবং ৪৮ হাজার টাকার তুলা বিক্রি করেছিলেন। তিনি জানান, তুলা বিক্রিতে কোনো সমস্যা নেই। সূতা তৈরির কারখানার মালিকেরা পরিবেশকের মাধ্যমে বাড়ি থেকে তুলা কিনে নিয়ে যান। অন্য ফসলের তুলনায় তুলা চাষে পরিচর্যাও কম লাগে। তুলার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। 


 

Copyright © • BSS DASHBOARD • All Rights Reserved

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০