যশোরে কৃষকদের মধ্যে তুলা বীজ বিতরণ 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৯:০১
তুলা বীজ বিতরণ । ছবি : বাসস

যশোর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ তুলা চাষ বাড়ানোর লক্ষ্যে দুইহাজার ছয়শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে জেলা শহরের খয়েরতলা এলাকার কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রশিক্ষণ কক্ষে সরকারি প্রণোদনার এসব উপকরণ বিতরণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে তুলা বীজ ও উপকরণ বিতরণ উদ্বোধন করেন। 

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তুলা উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক তাসদিকুর রহমান ও প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল বলেন, কৃষকদের তুলা চাষে উৎসাহিত করতে সরকার প্রত্যেক কৃষককে সাড়ে আটহাজার টাকা মূল্যের সমপরিমান উপকরণ প্রণোদনা হিসেবে দিচ্ছে। 

তিনি বলেন, তুলা চাষে সময় বেশি লাগলেও লাভ বেশি। প্রতি বিঘাতে ৬০ থেকে ৭০ হাজার টাকার তুলা উৎপাদিত হয়। সেকারণে তুলা চাষ বাড়ানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।

উপকরণ নিতে আসা ঝিকরগাছা উপজেলার মোহিনীকাটি গ্রামের আব্দুল আলিম গতবছর এক বিঘা জমিতে তুলা চাষ করেছিলেন এবং ৪৮ হাজার টাকার তুলা বিক্রি করেছিলেন। তিনি জানান, তুলা বিক্রিতে কোনো সমস্যা নেই। সূতা তৈরির কারখানার মালিকেরা পরিবেশকের মাধ্যমে বাড়ি থেকে তুলা কিনে নিয়ে যান। অন্য ফসলের তুলনায় তুলা চাষে পরিচর্যাও কম লাগে। তুলার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। 


 

Copyright © • BSS DASHBOARD • All Rights Reserved

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০