যশোরে কৃষকদের মধ্যে তুলা বীজ বিতরণ 

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৯:০১
তুলা বীজ বিতরণ । ছবি : বাসস

যশোর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ তুলা চাষ বাড়ানোর লক্ষ্যে দুইহাজার ছয়শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে জেলা শহরের খয়েরতলা এলাকার কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রশিক্ষণ কক্ষে সরকারি প্রণোদনার এসব উপকরণ বিতরণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে তুলা বীজ ও উপকরণ বিতরণ উদ্বোধন করেন। 

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তুলা উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক তাসদিকুর রহমান ও প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল বলেন, কৃষকদের তুলা চাষে উৎসাহিত করতে সরকার প্রত্যেক কৃষককে সাড়ে আটহাজার টাকা মূল্যের সমপরিমান উপকরণ প্রণোদনা হিসেবে দিচ্ছে। 

তিনি বলেন, তুলা চাষে সময় বেশি লাগলেও লাভ বেশি। প্রতি বিঘাতে ৬০ থেকে ৭০ হাজার টাকার তুলা উৎপাদিত হয়। সেকারণে তুলা চাষ বাড়ানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।

উপকরণ নিতে আসা ঝিকরগাছা উপজেলার মোহিনীকাটি গ্রামের আব্দুল আলিম গতবছর এক বিঘা জমিতে তুলা চাষ করেছিলেন এবং ৪৮ হাজার টাকার তুলা বিক্রি করেছিলেন। তিনি জানান, তুলা বিক্রিতে কোনো সমস্যা নেই। সূতা তৈরির কারখানার মালিকেরা পরিবেশকের মাধ্যমে বাড়ি থেকে তুলা কিনে নিয়ে যান। অন্য ফসলের তুলনায় তুলা চাষে পরিচর্যাও কম লাগে। তুলার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। 


 

Copyright © • BSS DASHBOARD • All Rights Reserved

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০