ঘোষণাপত্রে অবহেলিত জয়পুরহাটের কথাও থাকবে : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৪৩ আপডেট: : ০৫ জুলাই ২০২৫, ২০:৪৬
জাতীয় নাগরিক পার্টি শনিবার বিকেলে জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দান মাঠে জেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় অংশ নেয়। ছবি: বাসস

জয়পুরহাট, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগষ্ট ঢাকায় শহীদ মিনারে যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, তাতে অবহেলিত জয়পুরহাট জেলার কথাও লিপিবদ্ধ থাকবে।

তিনি আজ বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান মাঠে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন।

স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য জীবনবাজি রেখে যারা রাস্তায় নেমে এসেছিল তাদের অভিনন্দন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জুলাই আন্দোলন করেছিলাম শেখ হাসিনার পতন, ক্ষমতার পরিবর্তন ও মাফিয়ার পরিবর্তনের জন্য। কিন্তু গত ১ বছরেও সেই পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো। আমরা নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না। থাকবে না বৈষম্য, ফ্যাসিবাদ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

তিনি বলেন, তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্যকোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও দেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলবো।

জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা পারভীন প্রমুখ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে আর এখন দুর্নীতি, চাঁদাবাজি করা যাবে না। পরিবার কেন্দ্রিক কোনো নেতা হবে না। আওয়ামী লীগের ব্যবসা এখন কারা পরিচালনা করছে এ বিষয়ে আমরা অবগত আছি। মাদার অব টেরোরিজম শেখ হাসিনা ওপার থেকে টুস করে ঢুকে পড়তে পারে বলে শুনতে পাই। মোদি কসাই মাঝে মাঝে বাংলাদেশে পুশইন করে। হাসিনাকে পুশইন করে দেন আমরা নেব।

যারা মধ্যরাতের ইলেকশন করেছে তাদের জুতার মালা দেয়া হচ্ছে। আমাদের দলে যে যোগ্য থাকবে সে নেতা নির্বাচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০