ঘোষণাপত্রে অবহেলিত জয়পুরহাটের কথাও থাকবে : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৪৩ আপডেট: : ০৫ জুলাই ২০২৫, ২০:৪৬
জাতীয় নাগরিক পার্টি শনিবার বিকেলে জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দান মাঠে জেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় অংশ নেয়। ছবি: বাসস

জয়পুরহাট, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগষ্ট ঢাকায় শহীদ মিনারে যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, তাতে অবহেলিত জয়পুরহাট জেলার কথাও লিপিবদ্ধ থাকবে।

তিনি আজ বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান মাঠে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন।

স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য জীবনবাজি রেখে যারা রাস্তায় নেমে এসেছিল তাদের অভিনন্দন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জুলাই আন্দোলন করেছিলাম শেখ হাসিনার পতন, ক্ষমতার পরিবর্তন ও মাফিয়ার পরিবর্তনের জন্য। কিন্তু গত ১ বছরেও সেই পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো। আমরা নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না। থাকবে না বৈষম্য, ফ্যাসিবাদ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

তিনি বলেন, তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্যকোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও দেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলবো।

জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা পারভীন প্রমুখ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে আর এখন দুর্নীতি, চাঁদাবাজি করা যাবে না। পরিবার কেন্দ্রিক কোনো নেতা হবে না। আওয়ামী লীগের ব্যবসা এখন কারা পরিচালনা করছে এ বিষয়ে আমরা অবগত আছি। মাদার অব টেরোরিজম শেখ হাসিনা ওপার থেকে টুস করে ঢুকে পড়তে পারে বলে শুনতে পাই। মোদি কসাই মাঝে মাঝে বাংলাদেশে পুশইন করে। হাসিনাকে পুশইন করে দেন আমরা নেব।

যারা মধ্যরাতের ইলেকশন করেছে তাদের জুতার মালা দেয়া হচ্ছে। আমাদের দলে যে যোগ্য থাকবে সে নেতা নির্বাচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০