দেশ গঠনে জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ থাকতে হবে : শিমুল বিশ্বাস

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:০৫
ছবি : বাসস

পাবনা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশ গঠনে জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকতে হবে।  

আজ শনিবার শহরের দিলালপুর মহিলা মাদ্রাসা মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। 

শিমুল বিশ্বাস বলেন, প্রতিটি মানুষ যেমন এদেশের নাগরিক, তেমনি এ দেশের  সকল কিছুতে তাদের অধিকার রয়েছে। সেই সাথে দেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

তিনি বলেন, কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কখনো এককভাবে দেশকে এগিয়ে নিতে পারবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে, সেখানে কৃষক,শ্রমিক, মজুর চাকুরীজীবি থেকে শুরু করে রাজনৈতিক দলেরও অংশগ্রহণ থাকতে হবে। তবে সেই রাজনৈতিক দল যেন সুস্থ ধারার রাজনীতি বিশ্বাস করে।

শিমুল বিশ্বাস বলেন, বিগত স্বৈরাচারী সরকারের মত খুন, গুম, হত্যা বা নানারকম অপরাধবোধ যাদের মাঝে আছে তারা দেশকে গঠন নয়, বরং ধ্বংস করবে। সুতরাং আসুন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়ে জনগনের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করি। 

চর তারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম খান গেদা মনিরের সভাপতিত্বে সভায় পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জাসদ (রব) সভাপতি মোজাম্মেল হোসেন কবির, বিশিষ্ট ব্যবসায়ী এ আর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা, শ্রমজীবী সমিতির সভাপতি কহিল মোস্তফা, সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
১০