দেশ গঠনে জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ থাকতে হবে : শিমুল বিশ্বাস

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:০৫
ছবি : বাসস

পাবনা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশ গঠনে জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকতে হবে।  

আজ শনিবার শহরের দিলালপুর মহিলা মাদ্রাসা মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। 

শিমুল বিশ্বাস বলেন, প্রতিটি মানুষ যেমন এদেশের নাগরিক, তেমনি এ দেশের  সকল কিছুতে তাদের অধিকার রয়েছে। সেই সাথে দেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

তিনি বলেন, কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কখনো এককভাবে দেশকে এগিয়ে নিতে পারবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে, সেখানে কৃষক,শ্রমিক, মজুর চাকুরীজীবি থেকে শুরু করে রাজনৈতিক দলেরও অংশগ্রহণ থাকতে হবে। তবে সেই রাজনৈতিক দল যেন সুস্থ ধারার রাজনীতি বিশ্বাস করে।

শিমুল বিশ্বাস বলেন, বিগত স্বৈরাচারী সরকারের মত খুন, গুম, হত্যা বা নানারকম অপরাধবোধ যাদের মাঝে আছে তারা দেশকে গঠন নয়, বরং ধ্বংস করবে। সুতরাং আসুন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়ে জনগনের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করি। 

চর তারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম খান গেদা মনিরের সভাপতিত্বে সভায় পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জাসদ (রব) সভাপতি মোজাম্মেল হোসেন কবির, বিশিষ্ট ব্যবসায়ী এ আর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা, শ্রমজীবী সমিতির সভাপতি কহিল মোস্তফা, সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০