নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:০৮
ছবি : বাসস

নরসিংদী, ৫ জুলাই ২০২৫ (বাসস) : নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

মিন্টু নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজ শনিবার তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। 

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম মোল্লার সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি পূরণে সরকারের পক্ষ থেকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান।

আকরামুল হাসান মিন্টু বলেন, ‘আমার বাবা মানুষের জন্য কাজ করেছেন, আমিও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের কাছে যাচ্ছি। ’

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদ উল্লাহ, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা রাসেল মিয়া, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন রানা, শেখ জাকারিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান দুর্জয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ জুলাই মধ্যরাতে কলেজ গেট বাজারের ব্যবসায়ী মাসুম মোল্লার দোকান ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান ঘর, একটি মালবাহী গাড়ি ও প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষকদের মর্যাদাসম্পন্ন বেতন কাঠামোসহ ১২ দফা দাবি জানিয়েছে ইউট্যাব
প্রবীণদের ইস্যুগুলোকে সংস্কারে অন্তর্ভুক্ত করা হবে : পরিকল্পনা উপদেষ্টা
ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৪৩৭টি মামলা
নরসিংদীতে মাদকসহ একজন আটক
রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
শেরপুরে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় কায়রোতে আলোচকরা আসছেন
মুন্সীগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
১০