নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:০৮
ছবি : বাসস

নরসিংদী, ৫ জুলাই ২০২৫ (বাসস) : নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

মিন্টু নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজ শনিবার তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। 

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম মোল্লার সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি পূরণে সরকারের পক্ষ থেকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান।

আকরামুল হাসান মিন্টু বলেন, ‘আমার বাবা মানুষের জন্য কাজ করেছেন, আমিও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের কাছে যাচ্ছি। ’

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদ উল্লাহ, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা রাসেল মিয়া, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন রানা, শেখ জাকারিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান দুর্জয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ জুলাই মধ্যরাতে কলেজ গেট বাজারের ব্যবসায়ী মাসুম মোল্লার দোকান ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান ঘর, একটি মালবাহী গাড়ি ও প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
১০