নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:০৮
ছবি : বাসস

নরসিংদী, ৫ জুলাই ২০২৫ (বাসস) : নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

মিন্টু নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজ শনিবার তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। 

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম মোল্লার সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি পূরণে সরকারের পক্ষ থেকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান।

আকরামুল হাসান মিন্টু বলেন, ‘আমার বাবা মানুষের জন্য কাজ করেছেন, আমিও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের কাছে যাচ্ছি। ’

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদ উল্লাহ, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা রাসেল মিয়া, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন রানা, শেখ জাকারিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান দুর্জয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ জুলাই মধ্যরাতে কলেজ গেট বাজারের ব্যবসায়ী মাসুম মোল্লার দোকান ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান ঘর, একটি মালবাহী গাড়ি ও প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
১০