নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:০৮
ছবি : বাসস

নরসিংদী, ৫ জুলাই ২০২৫ (বাসস) : নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

মিন্টু নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজ শনিবার তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। 

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম মোল্লার সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি পূরণে সরকারের পক্ষ থেকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান।

আকরামুল হাসান মিন্টু বলেন, ‘আমার বাবা মানুষের জন্য কাজ করেছেন, আমিও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের কাছে যাচ্ছি। ’

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদ উল্লাহ, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা রাসেল মিয়া, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন রানা, শেখ জাকারিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান দুর্জয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ জুলাই মধ্যরাতে কলেজ গেট বাজারের ব্যবসায়ী মাসুম মোল্লার দোকান ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান ঘর, একটি মালবাহী গাড়ি ও প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০