জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:৪৪
ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ‘জুলাই-আগস্ট’ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা এবং দরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উদ্যোগে শনিবার দুপুরে শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াত অফিসের সম্মেলন কক্ষে এই আলোচনাসভা ও খাবার বিতরণ করা হয়।

সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলায় গত ১ জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান, ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, ৮ থেকে ১৫ জুলাই জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ সফল করতে জেলা জামায়াত নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

আলোচনাসভা শেষে সেখানে দরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
১০