জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:৪৪
ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ‘জুলাই-আগস্ট’ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা এবং দরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উদ্যোগে শনিবার দুপুরে শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াত অফিসের সম্মেলন কক্ষে এই আলোচনাসভা ও খাবার বিতরণ করা হয়।

সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলায় গত ১ জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান, ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, ৮ থেকে ১৫ জুলাই জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ সফল করতে জেলা জামায়াত নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

আলোচনাসভা শেষে সেখানে দরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০