জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:৪৪
ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ‘জুলাই-আগস্ট’ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা এবং দরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উদ্যোগে শনিবার দুপুরে শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াত অফিসের সম্মেলন কক্ষে এই আলোচনাসভা ও খাবার বিতরণ করা হয়।

সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলায় গত ১ জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান, ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, ৮ থেকে ১৫ জুলাই জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ সফল করতে জেলা জামায়াত নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

আলোচনাসভা শেষে সেখানে দরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০