চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২৩:১৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : যান্ত্রিক  ত্রুটির কারণ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি উড়োজাহাজ আটকা পড়ার ঘটনায় চারটি ফ্লাইটে বিলম্ব হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১৩৮) অবতরণের পর ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা রানওয়েতে আটকে ছিল। এর কারণে একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টা ৮ মিনিট দেরিতে বেলা ১১টা ৫৩ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৬১২) ৪৭ মিনিট বিলম্বে ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-১০৫ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করার নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা এবং এয়ার আস্ট্রার ফ্লাইট-৪১৫ সাড়ে ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্য ঢাকা থেকে ছেড়ে আসার কথা। কিন্তু সঠিক সময়ে আসেনি।

এর আগে সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। এতে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল। ফ্লাইটটিতে  ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি১৩৮)  ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় কায়রোতে আলোচকরা আসছেন
মুন্সীগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
ভোলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ঈমনের চিকিৎসার দায়িত্ব নিলেন গণমাধ্যমকর্মীরা
কম খরচে আনারকলি চাষ করে মিলবে লাখ টাকা মুনাফা    
বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি
মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ১২, একজন আশঙ্কাজনক
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বসতি মেলা
সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা 
১০