চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২৩:১৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : যান্ত্রিক  ত্রুটির কারণ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি উড়োজাহাজ আটকা পড়ার ঘটনায় চারটি ফ্লাইটে বিলম্ব হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১৩৮) অবতরণের পর ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা রানওয়েতে আটকে ছিল। এর কারণে একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টা ৮ মিনিট দেরিতে বেলা ১১টা ৫৩ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৬১২) ৪৭ মিনিট বিলম্বে ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-১০৫ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করার নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা এবং এয়ার আস্ট্রার ফ্লাইট-৪১৫ সাড়ে ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্য ঢাকা থেকে ছেড়ে আসার কথা। কিন্তু সঠিক সময়ে আসেনি।

এর আগে সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। এতে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল। ফ্লাইটটিতে  ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি১৩৮)  ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
১০