চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২৩:১৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : যান্ত্রিক  ত্রুটির কারণ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি উড়োজাহাজ আটকা পড়ার ঘটনায় চারটি ফ্লাইটে বিলম্ব হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১৩৮) অবতরণের পর ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা রানওয়েতে আটকে ছিল। এর কারণে একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টা ৮ মিনিট দেরিতে বেলা ১১টা ৫৩ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৬১২) ৪৭ মিনিট বিলম্বে ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-১০৫ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করার নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা এবং এয়ার আস্ট্রার ফ্লাইট-৪১৫ সাড়ে ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্য ঢাকা থেকে ছেড়ে আসার কথা। কিন্তু সঠিক সময়ে আসেনি।

এর আগে সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। এতে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল। ফ্লাইটটিতে  ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি১৩৮)  ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
১০