বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২৩:৩১
ছবি : বাসস

বগুড়া, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ায় সন্ত্রাসীদের হাতে খুন হওয়া যুবদল কর্মী ইমরান শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি মাসেই তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

জানা গেছে, বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় যুবদলকর্মী ইমরান শেখকে ২০১৩ সালের ২ ডিসেম্বর তৎকালীন বগুড়ার শীর্ষ সন্ত্রাসী মতিন সরকারের নেতৃত্বে তার বাহিনী নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। 

এসময় সন্ত্রাসীরা ইমরানের বড় ভাই হিলু শেখকেও (৩৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। 

ঘটনার পর থেকে অসহায় হয়ে পড়ে ওই পরিবারটি। ইমরানের মেয়ে মরিয়ম আক্তার মীম বগুড়ার মহিলা কলেজে বাংলা বিষয়ে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন।

ইমরান নিহত হওয়ার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা যুবদল তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমনকি নিহত ইমরানের মেয়ের পড়াশোনার ব্যয়ও বহন করেন তারেক রহমান।

এর ধারাবাহিকতায় আজ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর উপস্থিতিতে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি মিডিয়া সেলের  রাজশাহী-রংপুর বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা প্রতিমাসের মতো ইমরানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। 

এ সময় ইমরানের পরিবারকে আর্থিক সহযোাগিতা করা হয়। 

আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী পেয়ে কান্নাজড়িত কন্ঠে নিহত ইমরানের বৃদ্ধা মা বলেন, ‘তারেক জিয়া এবং তার যুবদল যদি আমাদের পাশে না দাঁড়াতেন তবে আমরা দাদী-নাতনী না খেয়ে মারা যেতাম। নাতনী এখন অনার্স-এ পড়াশোনা করে, আজ পড়াশোনা হতো না। আল্লাহর কাছে দুই হাত তুলে প্রাণ ভরে দোয়া করি তারেক জিয়াকে আরো হায়াৎ দান করুন, সুস্থ রাখুন। মহান আল্লাহ তায়ালা তাকে বাংলাদেশে সুস্থভাবে ফিরিয়ে আসার তাওফিক দান করুন। জীবনের একটা ইচ্ছা তারেক জিয়াকে একবার কাছে থেকে দেখার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় কায়রোতে আলোচকরা আসছেন
মুন্সীগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
ভোলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ঈমনের চিকিৎসার দায়িত্ব নিলেন গণমাধ্যমকর্মীরা
কম খরচে আনারকলি চাষ করে মিলবে লাখ টাকা মুনাফা    
বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি
মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ১২, একজন আশঙ্কাজনক
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বসতি মেলা
সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা 
১০