গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০০:০২

গাজীপুর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আপন হাসান (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামার পর আপন  নিখোঁজ হয় । প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। এক পর্যায়ে পানিতে ভেসে যাওয়া ফুটবল তুলতে গিয়ে নদীর গভীরে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আপনকে উদ্ধারে কাজ শুরু করে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল এসে বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাসসকে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
১০