গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০০:০২

গাজীপুর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আপন হাসান (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামার পর আপন  নিখোঁজ হয় । প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। এক পর্যায়ে পানিতে ভেসে যাওয়া ফুটবল তুলতে গিয়ে নদীর গভীরে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আপনকে উদ্ধারে কাজ শুরু করে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল এসে বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাসসকে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
১০