গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০০:০২

গাজীপুর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আপন হাসান (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামার পর আপন  নিখোঁজ হয় । প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। এক পর্যায়ে পানিতে ভেসে যাওয়া ফুটবল তুলতে গিয়ে নদীর গভীরে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আপনকে উদ্ধারে কাজ শুরু করে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল এসে বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাসসকে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল
নিহত যুবদলকর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের ভাই জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান
লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক : উপদেষ্টা আসিফ
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
১০