গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০০:০২

গাজীপুর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আপন হাসান (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামার পর আপন  নিখোঁজ হয় । প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। এক পর্যায়ে পানিতে ভেসে যাওয়া ফুটবল তুলতে গিয়ে নদীর গভীরে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আপনকে উদ্ধারে কাজ শুরু করে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল এসে বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাসসকে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০