লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নিদর্শন : উপদেষ্টা আসিফ

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:৩৯ আপডেট: : ০৬ জুলাই ২০২৫, ১৪:৫৯

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নিদর্শন।’

উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।’

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে পোস্টে আরও বলা হয়েছে, শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।

পোস্টে বলা হয়েছে, ‘আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও, ভেতরের চিত্র কী ছিলো এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নিদর্শন।’

পোস্টে আরো বলা হয়, এই লুটপাটকে থিম করে শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন। জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। 

এতে বলা হয়, শুরুতে দশটি  পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন।  
এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ
টাঙ্গাইলে বিএনপির ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ডেঙ্গুতে আরও ৩১৭ জন আক্রান্ত 
শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রী’র খোঁজ নিলেন তারেক রহমান
ঢাবি আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন
ভৈরবে মোবাইল কোর্ট: ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 
কুষ্টিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা
জাপানি পণ্যে শুল্ক প্রশ্নে ট্রাম্পকে সহজে ছাড় দেবেন না ইশিবা
ইসরাইলের হুমকির মুখে আত্মসমর্পণ নয় : হিজবুল্লাহ প্রধান
তুরস্ক, ফ্রান্স ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দাবানল
১০