পটুয়াখালীতে ভূমি সেবা সহজিকরণে সহায়তা কেন্দ্র চালু

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৩:৪৪
রোববার পটুয়াখালী জেলার বাউফলে সাধারণ মানুষের জন্য ভূমি সেবা সহজ করতে সহায়তা কেন্দ্র চালু করে উপজেলা প্রশাসন। ছবি : বাসস

পটুয়াখালী, ৬ জুলাই ২০২৫ (বাসস) : সাধারণ মানুষের জন্য ভূমি সেবা সহজ করতে জেলার বাউফলে সহায়তা কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন।

আজ বাউফল পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এই সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন করেন । 

আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে উপজেলার মানুষ কোন ধরনের ভোগান্তি ছাড়া ভূমি সেবা নিতে পারবেন। এখান থেকে সবাইকে সরকার নির্ধারিত ফিতে ভূমি সেবা দেয়া হবে। 

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী রেজাউল করিম রাজিব বলেন, ভূমি সেবার অন্যতম প্রধান কাজ অনলাইন সেবা। সরকার আমাকে এই সেবা দানের জন্য নিয়োগ করেছে।

আমি সততার সাথে ভূমি সেবা গ্রহিতাদের  সেবা দেয়ার চেষ্টা করব। এতে করে সাধারণ মানুষের ভুমি নিয়ে যে জটিলতা আছে তা কমে আসবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, কানুনগো মিজানুর রহমান, সার্ভেয়ার কামরুল হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০