পটুয়াখালীতে ভূমি সেবা সহজিকরণে সহায়তা কেন্দ্র চালু

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৩:৪৪
রোববার পটুয়াখালী জেলার বাউফলে সাধারণ মানুষের জন্য ভূমি সেবা সহজ করতে সহায়তা কেন্দ্র চালু করে উপজেলা প্রশাসন। ছবি : বাসস

পটুয়াখালী, ৬ জুলাই ২০২৫ (বাসস) : সাধারণ মানুষের জন্য ভূমি সেবা সহজ করতে জেলার বাউফলে সহায়তা কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন।

আজ বাউফল পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এই সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন করেন । 

আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে উপজেলার মানুষ কোন ধরনের ভোগান্তি ছাড়া ভূমি সেবা নিতে পারবেন। এখান থেকে সবাইকে সরকার নির্ধারিত ফিতে ভূমি সেবা দেয়া হবে। 

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী রেজাউল করিম রাজিব বলেন, ভূমি সেবার অন্যতম প্রধান কাজ অনলাইন সেবা। সরকার আমাকে এই সেবা দানের জন্য নিয়োগ করেছে।

আমি সততার সাথে ভূমি সেবা গ্রহিতাদের  সেবা দেয়ার চেষ্টা করব। এতে করে সাধারণ মানুষের ভুমি নিয়ে যে জটিলতা আছে তা কমে আসবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, কানুনগো মিজানুর রহমান, সার্ভেয়ার কামরুল হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০