ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ‘সহজে আপস নয়’ : জাপানের প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:০৬ আপডেট: : ০৬ জুলাই ২০২৫, ১৫:১০

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) :  জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় ‘সহজে আপস’ না করার সিদ্ধান্ত নিয়েছেন। 

তিনি রোববার বলেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় ‘সহজে আপস’ নয়। 

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, টোকিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপানি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি মোকাবিলার চেষ্টা করছে। 
একটি টেলিভিশন টক শোতে ইশিবা বলেন, আমরা সহজে আপস করব না। এ কারণেই সময় লাগছে এবং এটি কঠিন হয়ে উঠেছে। 

এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন জাপান দ্রুত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন। কারণ বাণিজ্য চুক্তির সময়সীমা বুধবার শেষ হচ্ছে।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। পরে তিনি ডজনখানেক অর্থনীতির ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন,  যার মধ্যে জাপানও রয়েছে। 
তবে আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা সাময়িকভাবে স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের মেয়াদ ৯ জুলাই শেষ হচ্ছে। 

অর্থাৎ যদি দেশগুলো সময়মতো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে উচ্চ হারে শুল্ক কার্যকর হবে।

ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি জাপানকে একটি চিঠি পাঠাবেন যাতে বলা থাকবে যে, তাদেরকে  ৩০ শতাংশ, ৩৫ শতাংশ বা আমরা যা নির্ধারণ করব তা দিতে হবে।  

তিনি যুক্তরাষ্ট্র-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে “অন্যায্য” বলেও মন্তব্য করেছেন।  কারণ ট্রাম্প চাচ্ছেন জাপান যেন আরও বেশি পরিমাণে মার্কিন গাড়ি ও চাল আমদানি করে।

জাপানের বাণিজ্য দূত রিওসেই আকাজাওয়া বৃহস্পতিবার ও শনিবার মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

রোববারের টেলিভিশন অনুষ্ঠানে ইশিবা পুনরায় বলেন, জাপান যেহেতু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, তাই তাদের অন্যান্য দেশের মতো এক কাতারে ফেলা উচিত নয়।

তিনি বলেন, কি অযৌক্তিক? কিভাবে অযৌক্তিক? আমাদের প্রতিটি দাবিকে খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, আমরা মিত্র। কিন্তু আমাদের যা বলার, তা বলতেই হবে। আমরা বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং (মার্কিন যুক্তরাষ্ট্রে) সবচেয়ে বড় চাকরিদাতা। আমরা আলাদা।

আরেকটি রোববারের টিভি অনুষ্ঠানে ট্রাম্পের চিঠির বিষয়ে জানতে চাইলে ইশিবা বলেন, ‘এ ব্যাপারে আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
ভূঁইফোড় সংগঠন বিষয়ে সর্তক করলো বিএনপি 
১০