রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:১২
রোববার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় । ছবি : বাসস

রাজশাহী, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ রোববার  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার।

আজ সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাড়ে দশটায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ করা হয় এবং এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় বৃক্ষরোপণ ও সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনকালে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসতে পারায় উদ্যোক্তা ও মাননীয় উপাচার্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি।  

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে। জুলাই মাসে এ ধরনের একটা অনুষ্ঠানে তরুণদের সামনে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আমি অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, আশা করছি, অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা দিনটি উদযাপন করতে পারব। সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের এ পরিবেশ সমন্বিত রাখতে পারব। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, রাবি যেন আগামীতেও তা ধরে রাখতে পারে এ কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০