রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:১২
রোববার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় । ছবি : বাসস

রাজশাহী, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ রোববার  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার।

আজ সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাড়ে দশটায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ করা হয় এবং এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় বৃক্ষরোপণ ও সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনকালে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসতে পারায় উদ্যোক্তা ও মাননীয় উপাচার্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি।  

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে। জুলাই মাসে এ ধরনের একটা অনুষ্ঠানে তরুণদের সামনে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আমি অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, আশা করছি, অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা দিনটি উদযাপন করতে পারব। সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের এ পরিবেশ সমন্বিত রাখতে পারব। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, রাবি যেন আগামীতেও তা ধরে রাখতে পারে এ কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় কায়রোতে আলোচকরা আসছেন
মুন্সীগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
ভোলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ঈমনের চিকিৎসার দায়িত্ব নিলেন গণমাধ্যমকর্মীরা
কম খরচে আনারকলি চাষ করে মিলবে লাখ টাকা মুনাফা    
বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি
মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ১২, একজন আশঙ্কাজনক
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বসতি মেলা
সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা 
১০