রংপুর, ৬ জুলাই, ২০২৫(বাসস) : জেলার মিঠাপুকুর উপজেলায় জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সন্মেলনে সভাপতি পদে অধ্যাপক গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক পদে মোজাহারুল ইসলাম নিক্সন পাইকার নির্বাচিত হয়েছেন। উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগে করেন।
সম্মেলন ও নির্বাচন সফল করতে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেন।