ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্থানীয় সরকার বিভাগ দেশের সকল জেলায় তরুণদের অংশ গ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ১০ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে/ইমেইলে) আবেদন করতে পারবেন।
প্রতিযোগিতায় দলীয়ভাবে পনেরো থেকে ত্রিশ বছর বয়সী যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
দেয়ালচিত্র, পথনাটক, মঞ্চনাটক, প্রামাণ্যচিত্র, প্রদর্শনী, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক কার্যক্রম, উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী, স্কিল কম্পিটিশন, বর্জ্যশূন্য অভিযান, গ্রিণ স্কুল, ক্লিন স্কুল কার্যক্রম অথবা জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত অন্য যে কোনো ধারণা সম্ভাব্য আইডিয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে।
২০২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় বাস্তবতায় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী আইডিয়া আহ্বান করা হবে, যার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সরাসরি গণ-অভ্যুত্থান স্মরণে সম্পৃক্ত হতে পারবে। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় পর্যায়ে জেলা পরিষদ দ্বারা বাস্তবায়নের মাধ্যমে এ ঐতিহাসিক ঘটনার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
প্রতিযোগিতার বিস্তারিত তথ্য স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd-এ পাওয়া যাবে।