গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৭:৩৬

গাজীপুর, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ ও আবদুল মোমিন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রোববার বেলা ১১ টায় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশু জুনায়েদ (১২)  রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে । সে তার বাবা-মায়ের সাথে দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থাকত এবং বাগানবাড়ি চার রাস্তার মোড়ের আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

অন্যদিকে, শিশু আবদুল মোমিন (১২) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তাতলা গ্রামের মো. শামীমের ছেলে। সে তার বাবা-মায়ের সাথে এনায়েতপুর মামুনের বাড়িতে ভাড়া থাকত এবং একই মাদ্রাসায় পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কোনও একসময়ে দুইশিশু জুনায়েদ ও মোমিন কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় ঈদগা মাঠ সংলগ্ন ডোবায় গোসল করতে নামে। একপর্যায়ে তারা ডোবার মাঝখানে গিয়ে তলিয়ে যায়। বেলা ১১ টার দিকে ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো কয়েকজন শিশু। হঠাৎ জুনায়েদ ও মোমিনকে পানিতে ভাসতে দেখে এশটি শিশু চিৎকার করে ওঠে। পরে আশেপাশের লোকজন ছুটে এসে ডোবা থেকে দুইশিশুর মরদেহ উপরে উঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুইশিশু জুনায়েদ ও মোমিনের মরদেহ উদ্ধার করে।

পানিতে ডুবে দুইশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু জুনায়েদ ও শিশু মোমিনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন
নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
১০