নওগাঁয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৪ হাজার বৃক্ষরোপন

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৮:২০ আপডেট: : ০৬ জুলাই ২০২৫, ১৯:৩৩
ছবি : বাসস

নওগাঁ, ৬ জুলাই, ২০২৫ (বাসস): শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলার বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাদেবপুরের রাইগাঁ, এনায়েতপুর, খাজুর ও চাঁন্দাশ এবং বদলগাছীর সদর ইউনিয়নে বিভিন্ন জাতের প্রায় ৪ হাজার গাছ রোপন ও বিতরন করা হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর ও বদলগাছী শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। 

বৃক্ষরোপন অনুষ্ঠানে মহাদেবপুরের এনায়েতপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে মহাদেবপুর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফজলে হুদা বাবুল বলেন, আমাদের রাজনৈতিক ও দেশপ্রেমের আদর্শের বাতিঘর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বৃক্ষরোপন ভালোবাসতেন যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, সেই অনুপ্রেরনাকে ধারন করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। পরিবেশ রক্ষায় তারেক রহমান ইতোমধ্যে তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মসূচি ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০