কুষ্টিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৯:২৫
অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা। ছবি : বাসস

কুষ্টিয়া, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কুমারখালী উপজেলায় আজ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. জিহাদ ও সেলিম রেজা নামের দুইব্যক্তিকে মোট একলাখ টাকা জরিমানা এবং বিপ্লব হোসেন ও রিপন হোসেন নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে জনপ্রতি ৫০ হাজার করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০) নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত ব্যক্তিরা সবাই শিলাইদহ এলাকার বাসিন্দা।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
ভূঁইফোড় সংগঠন বিষয়ে সর্তক করলো বিএনপি 
১০