কুষ্টিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৯:২৫
অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা। ছবি : বাসস

কুষ্টিয়া, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কুমারখালী উপজেলায় আজ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. জিহাদ ও সেলিম রেজা নামের দুইব্যক্তিকে মোট একলাখ টাকা জরিমানা এবং বিপ্লব হোসেন ও রিপন হোসেন নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে জনপ্রতি ৫০ হাজার করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০) নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত ব্যক্তিরা সবাই শিলাইদহ এলাকার বাসিন্দা।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্দেহভাজন বেলুনের কারণে লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ
আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হবে শিগগিরই: চিফ প্রসিকিউটর
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
দুদকের মামলা থেকে খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়
রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু
টিকটকের লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল ইন্দোনেশিয়া
অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব সমাপ্ত
নানা আয়োজনে ফেনীতে শিক্ষক দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও সভা
১০