কুষ্টিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৯:২৫
অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা। ছবি : বাসস

কুষ্টিয়া, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কুমারখালী উপজেলায় আজ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. জিহাদ ও সেলিম রেজা নামের দুইব্যক্তিকে মোট একলাখ টাকা জরিমানা এবং বিপ্লব হোসেন ও রিপন হোসেন নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে জনপ্রতি ৫০ হাজার করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০) নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত ব্যক্তিরা সবাই শিলাইদহ এলাকার বাসিন্দা।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০