কুষ্টিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৯:২৫
অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা। ছবি : বাসস

কুষ্টিয়া, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কুমারখালী উপজেলায় আজ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. জিহাদ ও সেলিম রেজা নামের দুইব্যক্তিকে মোট একলাখ টাকা জরিমানা এবং বিপ্লব হোসেন ও রিপন হোসেন নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে জনপ্রতি ৫০ হাজার করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০) নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত ব্যক্তিরা সবাই শিলাইদহ এলাকার বাসিন্দা।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন
নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
১০