সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২০:০৯
ভারতীয় মালামাল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কুশখালী, ঘোনা, তলুইগাছা, চান্দুড়িয়া, কাকডাঙ্গা, মাদরা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপির এর বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে, কুশখালী বিওপি’র বিশেষ আভিযানিক দল বটতলা নামক স্থান হতে, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাতঁভাঙ্গা মাঠ নামক স্থান হতে এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চেীরঙ্গী মোড় আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেন।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল চান্দুড়িয়া মাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চান্দা মাঠ নামক স্থান হতে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল গোপিণাথপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ৮০ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০