পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে উপহার

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২০:০৬
ছবি : বাসস

খুলনা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : পবিত্র আশুরার মহিমান্বিত দিনে খুলনার খালিশপুরে ১০ ও ১২ নং ওয়ার্ডে বসবাসকারী বিহারি, শিয়া ও শুন্নী গ্রোত্র প্রধানদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।

‘ঈদ ও পূজার মতো ধর্মীয় উৎসবের ধারাবাহিকতায়, পবিত্র আশুরাকে একটি শান্তিপূর্ণ ও সম্মানজনক আবহে উদযাপন করার লক্ষ্যে এসব উপহার সামগ্রী খালিশপুরের ৩২ জন গ্রোত্র প্রধানের হাতে তুলে দেওয়া হয়।

খালিশপুর থানার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পবিত্র আশুরার শিক্ষা হলো ত্যাগ ও মানবতার। এই দিনে মানুষের পাশে দাঁড়ানো এক প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।

এ ছাড়াও ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের মহরম কমিটির নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পবিত্র আশুরা কেবল ইতিহাসের ঘটনা নয়, এটি আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকার শিক্ষা দেয়। এমন দিনে মানুষের কষ্ট লাঘব করতে পারাই সবচেয়ে বড় ইবাদত।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০