নওগাঁ, ৬ জুলাই ২০২৫ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জেলার বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাদেবপুরের রাইগাঁ, এনায়েতপুর, খাজুর ও চাঁন্দাশ এবং বদলগাছীর সদর ইউনিয়নে বিভিন্ন জাতের প্রায় চারহাজার গাছের চারা রোপণ ও বিতরন করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
মহাদেবপুরের এনায়েতপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে মহাদেবপুর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।