নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২১:৩৩

রংপুর, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বদরগঞ্জের ওসি জানান, যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই ছাত্র এবং চিকলি নদীতে স্কুলের এক ছাত্রসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী আজ দুপুরে যমুনেশ্বরী নদী থেকে শিক্ষার্থী মেহেদী হাসান সিয়ামকে (১৩) উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বিকাল সাড়ে পাঁচটায় নদী থেকে আলীফ হোসেনের (১২) লাশ উদ্ধার করা হয়। 

পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে সকালে মেহেদী হাসান সিয়াম, আলীফ হোসেন ও আল হুসাইন পালিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর দুপুরে যমুনেশ্বরী নদীতে পাকেরমাতা ব্রিজের নিচে মেহেদী হাসান সিয়ামকে পাওয়া যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে যমুনেশ্বরী নদীতে আলিফের লাশ দেখতে পায় স্থানীয়রা। সিয়ামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আর আলিফের বাড়ি দিনাজপুরের পার্বতীরপুর উপজেলায়।

অপরদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় রোববার দুপুর চিকলি নদীতে গোসল করতে গিয়ে তাসিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  তাসিন রাধানগর ইউনিয়নের দিলালপুর মাদারগঞ্জ গ্রামের জিয়াউরুল ইসলামের ছেলে এবং দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। একজন পুলিশ হেফাজতে রয়েছে। একই দিন দুপুরে  চিকলি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাসিনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০