নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২১:৩৩

রংপুর, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বদরগঞ্জের ওসি জানান, যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই ছাত্র এবং চিকলি নদীতে স্কুলের এক ছাত্রসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী আজ দুপুরে যমুনেশ্বরী নদী থেকে শিক্ষার্থী মেহেদী হাসান সিয়ামকে (১৩) উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বিকাল সাড়ে পাঁচটায় নদী থেকে আলীফ হোসেনের (১২) লাশ উদ্ধার করা হয়। 

পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে সকালে মেহেদী হাসান সিয়াম, আলীফ হোসেন ও আল হুসাইন পালিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর দুপুরে যমুনেশ্বরী নদীতে পাকেরমাতা ব্রিজের নিচে মেহেদী হাসান সিয়ামকে পাওয়া যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে যমুনেশ্বরী নদীতে আলিফের লাশ দেখতে পায় স্থানীয়রা। সিয়ামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আর আলিফের বাড়ি দিনাজপুরের পার্বতীরপুর উপজেলায়।

অপরদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় রোববার দুপুর চিকলি নদীতে গোসল করতে গিয়ে তাসিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  তাসিন রাধানগর ইউনিয়নের দিলালপুর মাদারগঞ্জ গ্রামের জিয়াউরুল ইসলামের ছেলে এবং দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। একজন পুলিশ হেফাজতে রয়েছে। একই দিন দুপুরে  চিকলি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাসিনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০