শেরপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:০৫ আপডেট: : ০৮ জুলাই ২০২৫, ১৫:২৮
মঙ্গলবার সারাদেশের ন্যায় ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, শেরপুর জেলার সদস্যরা। ছবি : বাসস

শেরপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : সারাদেশের ন্যায় শেরপুরে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, শেরপুর জেলার সদস্যরা। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। 

অবস্থান কর্মসূচিতে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। এগুলো হলো- নিবার্হী আদেশে নিয়োগ বিধি সংশোধনে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেডে করা । 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের শেরপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, নালিতাবাড়ী উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা সুলতানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫,৫৫৮ টি মামলা নিষ্পত্তি করেছে
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বছরজুড়ে চর্চার আহ্বান জামায়াতের
নুরুল হক মোল্লার কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা
এমপক্স নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করল ডব্লিউএইচও
সাবেক সাংসদসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
ঘাটাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
১০