নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব 

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:৪৯
নরসিংদী  জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের  ফল উৎসব । ছবি : বাসস

নরসিংদী, ৮ জুলাই, ২০২৫ ( বাসস):নরসিংদী  জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের  ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ বিদ্যালয় প্রাঙ্গনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম। এসময় ফল উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম।

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. আবু কাউছার সুমন, জেলা সমাজ সেবা কর্মকর্তা (রেজি.) সুরভী  আক্তার, রোটারিয়ান তাজুল ইসলাম তাজ, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি  সানাউল্লাহ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার   ডা. সঞ্জয় কুমার সাহা,  জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, অভিভাবক মানিক মিয়া, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফল উৎসবে দেশে উৎপাদিত ৩৫ প্রকারে ফল প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের কোমলমতি প্রতিবন্ধী শিশু-কিশোরদের এই ফলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন এই সকল শিশুদের  জানার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের উৎসবের  আয়োজন করা হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
গাজা শহর দখলের পরিকল্পনা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন 
তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক
মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
রাজশাহীতে অটো চাপায় এক নারীর মৃত্যু 
নেতানিয়াহুর তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া
নারীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০