নরসিংদী, ৮ জুলাই, ২০২৫ ( বাসস):নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ বিদ্যালয় প্রাঙ্গনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম। এসময় ফল উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম।
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. আবু কাউছার সুমন, জেলা সমাজ সেবা কর্মকর্তা (রেজি.) সুরভী আক্তার, রোটারিয়ান তাজুল ইসলাম তাজ, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সানাউল্লাহ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, অভিভাবক মানিক মিয়া, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফল উৎসবে দেশে উৎপাদিত ৩৫ প্রকারে ফল প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের কোমলমতি প্রতিবন্ধী শিশু-কিশোরদের এই ফলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন এই সকল শিশুদের জানার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের উৎসবের আয়োজন করা হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান।