ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:১৪

ঝিনাইদহ, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই হাবিব।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বলুহর এলাকার ডাকাত তলা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে শফিকুল ইসলাম তার চাচাতো ভাই হাবিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডাকাত তলা ব্রিজের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান। আহত হাবিবকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক পিকআপটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
১০