সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে ৭ কি.মি. জুড়ে যমুনার ভাঙ্গন

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:১৫
সিরাজগঞ্জে চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে যমুনার ভাঙ্গনরোধ দ্রুত তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের দাবিতে নদীর তীরে মঙ্গলবার মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের প্রায় ৭ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙ্গন চলছে। ভাঙ্গনে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি মুহুর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে।

আজ দুপুরে ভাঙ্গনরোধে দ্রুত তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে স্থল ইউনিয়ন বাসির আয়োজনে নদীর তীরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী ও পেশার সহস্রাধিক মানুষ।

পাঁচবারের নারী ইউপি সদস্য সালমা জাহানের সভাপতিত্বে মানববন্ধনে এনায়েতপুর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির হোসেন বেপারী, ইউপি সদস্য হাসান আলী, নজরুল ইসলাম, স্থল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক হারান সরকার, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব, আব্দুল কাদের, যুবদলের আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব আল আমিন ভূইয়া, থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাসমত আলী হাসু, ছাত্রদলের আহম্মদ আলী ও ইউনিয়ন তাঁতি দলের সভাপতি সন্তেষ আলী ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে ডান তীরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। উত্তরে ছোট চোহালী থেকে চালুহারা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলী জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙ্গন হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালসহ বসতভিটা ও স্থাপনা। বিভিন্ন দপ্তরে বলেও বাঁধ নির্মাণ বা ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

দ্রুত স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে মির্জা ফখরুল
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
১০