সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে ৭ কি.মি. জুড়ে যমুনার ভাঙ্গন

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:১৫
সিরাজগঞ্জে চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে যমুনার ভাঙ্গনরোধ দ্রুত তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের দাবিতে নদীর তীরে মঙ্গলবার মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের প্রায় ৭ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙ্গন চলছে। ভাঙ্গনে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি মুহুর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে।

আজ দুপুরে ভাঙ্গনরোধে দ্রুত তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে স্থল ইউনিয়ন বাসির আয়োজনে নদীর তীরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী ও পেশার সহস্রাধিক মানুষ।

পাঁচবারের নারী ইউপি সদস্য সালমা জাহানের সভাপতিত্বে মানববন্ধনে এনায়েতপুর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির হোসেন বেপারী, ইউপি সদস্য হাসান আলী, নজরুল ইসলাম, স্থল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক হারান সরকার, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব, আব্দুল কাদের, যুবদলের আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব আল আমিন ভূইয়া, থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাসমত আলী হাসু, ছাত্রদলের আহম্মদ আলী ও ইউনিয়ন তাঁতি দলের সভাপতি সন্তেষ আলী ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে ডান তীরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। উত্তরে ছোট চোহালী থেকে চালুহারা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলী জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙ্গন হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালসহ বসতভিটা ও স্থাপনা। বিভিন্ন দপ্তরে বলেও বাঁধ নির্মাণ বা ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

দ্রুত স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬০৭ জন গ্রেফতার
মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয় : মির্জা ফখরুল
দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি : ফয়জুল করিম
রংপুরের পীরগঞ্জে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু
১০