মাস্টার্সে ভর্তির সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ক্লাস শুরু ২০ জুলাই

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৫৭

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, যে-সব শিক্ষার্থী ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন, তাদের অবশ্যই ৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হিসেবে বিবেচিত হয়ে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল হবে।

ভর্তি কার্যক্রম অনুযায়ী, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি ফরম পূরণের পাশাপাশি ৮৩৫ টাকা রেজিস্ট্রেশন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অথবা সরাসরি কলেজে জমা দিতে পারবেন। এ অর্থ জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই।

এরপর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চিত করবে, যার শেষ সময় ১৪ জুলাই।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষকে প্রতিটি শিক্ষার্থীর ফরমে প্রদর্শিত তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে ভর্তি নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থীর তথ্য বা ছবির মধ্যে অসামঞ্জস্য পরিলক্ষিত হলে তা নিশ্চিত না করে সংশ্লিষ্ট ডিন বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ (প্রতি শিক্ষার্থী ৮৩৫ টাকা) সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ১৫ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। এজন্য কলেজ কর্তৃপক্ষকে পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত হিসাব নম্বরে টাকা জমা দিতে হবে।

উল্লেখ্য, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০ জুলাই থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট থেকে জানা যাবে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০