জবিতে ক্লাস মনিটরিং সফটওয়্যারের ওরিয়েন্টেশন কর্মশালা 

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:১৪

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) অংশগ্রহণে ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার পৃথক দুটি সেশনে সংশ্লিষ্ট অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশন কর্মশালায় ক্লাস মনিটরিং সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং কারিগরি দিক নিয়ে আলোচনা করা হয়। সফটওয়্যারটির উপস্থাপনা করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান। তিনি প্রজেক্টরের মাধ্যমে সফটওয়্যারের বিভিন্ন ফিচার প্রদর্শন করেন।

সেশনে অংশগ্রহণকারী শ্রেণি প্রতিনিধিরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং  বিভিন্ন বিষয়ে জানতে জানতে চান। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সংশ্লিষ্ট কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দেয়।

উল্লেখ্য, গতকাল ৭ জুলাই বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, আইন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের ডিন, চেয়ারম্যান এবং শ্রেণি প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন
নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
১০