ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) অংশগ্রহণে ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার পৃথক দুটি সেশনে সংশ্লিষ্ট অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশন কর্মশালায় ক্লাস মনিটরিং সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং কারিগরি দিক নিয়ে আলোচনা করা হয়। সফটওয়্যারটির উপস্থাপনা করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান। তিনি প্রজেক্টরের মাধ্যমে সফটওয়্যারের বিভিন্ন ফিচার প্রদর্শন করেন।
সেশনে অংশগ্রহণকারী শ্রেণি প্রতিনিধিরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে জানতে জানতে চান। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সংশ্লিষ্ট কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দেয়।
উল্লেখ্য, গতকাল ৭ জুলাই বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, আইন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের ডিন, চেয়ারম্যান এবং শ্রেণি প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।