চট্টগ্রাম, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অজিত বড়ুয়া (৪৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। হাতির আক্রমণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজিত মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ভোর রাতের কোনো একসময় পাশের বনে থাকা বন্যহাতির পাল সমতলে এসে তার ওপর আক্রমণ চালায়।
স্থানীয় বাসিন্দা লাভলু বড়ুয়া জানান, অজিত বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। ফলহারিয়া এলাকার পাহাড়ি ছড়া ও আশপাশে বন্যহাতির দল প্রায়ই গ্রামে নেমে আসে। রাতের কোন এক সময় হাতির পালের সামনে পড়ে গেছে হয়ত। বন বিভাগ স্থানীয়দের সতর্কতার সাথে চলাফেরা করার আহ্বান জানিয়েছে।