মেলান্দহে বিএনপি সদস্যপদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৮:৩৩
ছবি: বিএনপি মিডিয়া সেল

জামালপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস): জেলার মেলান্দহ উপজেলা, পৌর এবং হাজরাবাড়ী পৌর শাখার যৌথ উদ্যোগে বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

দেশব্যাপী পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে আজ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমের উদ্বোধন করেন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বক্তৃতা করে- মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্য সচিব আলহাজ নুরুল আলম সিদ্দিকী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম হাফিজ নাহিন। সমাবেশ সঞ্চালন করেন- হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম তালাত মাহমুদ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন
নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
১০