জামালপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস): জেলার মেলান্দহ উপজেলা, পৌর এবং হাজরাবাড়ী পৌর শাখার যৌথ উদ্যোগে বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দেশব্যাপী পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে আজ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমের উদ্বোধন করেন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বক্তৃতা করে- মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্য সচিব আলহাজ নুরুল আলম সিদ্দিকী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম হাফিজ নাহিন। সমাবেশ সঞ্চালন করেন- হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম তালাত মাহমুদ।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।