চাঁপাইনবাবগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:৫৪
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৪ জুলাই ২০২৫ (বাসস): র‌্যাব-৫,  সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি অভিযানিক দল মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার কালিনগর এলাকার দড়পাড়া গ্রামের মৃত মোসলেম আলীর পুত্র মো. মংলু (৫০)। গতকাল ১৩ জুলাই (রবিবার) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কালীনগর বাজার ইংলিশ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো প্রেসনোট সূত্রে জানা যায়, উক্ত আসামির বিরুদ্ধে ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি আত্মগোপন করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০