চাঁপাইনবাবগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:৫৪
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৪ জুলাই ২০২৫ (বাসস): র‌্যাব-৫,  সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি অভিযানিক দল মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার কালিনগর এলাকার দড়পাড়া গ্রামের মৃত মোসলেম আলীর পুত্র মো. মংলু (৫০)। গতকাল ১৩ জুলাই (রবিবার) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কালীনগর বাজার ইংলিশ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো প্রেসনোট সূত্রে জানা যায়, উক্ত আসামির বিরুদ্ধে ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি আত্মগোপন করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০