চাঁপাইনবাবগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:৫৪
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৪ জুলাই ২০২৫ (বাসস): র‌্যাব-৫,  সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি অভিযানিক দল মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার কালিনগর এলাকার দড়পাড়া গ্রামের মৃত মোসলেম আলীর পুত্র মো. মংলু (৫০)। গতকাল ১৩ জুলাই (রবিবার) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কালীনগর বাজার ইংলিশ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো প্রেসনোট সূত্রে জানা যায়, উক্ত আসামির বিরুদ্ধে ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি আত্মগোপন করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
টেক্সাসে গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো রোধে বিল পাস
ইতালিয়ান ফ্যাশন আইকন জর্জিও আরমানি আর নেই
১০