সিরাজগঞ্জে সবজি চাষে বাম্পার ফলন

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৩:০১
সিরাজগঞ্জে সবজির অধিক ফলন হয়েছে। ছবি: বাসস

॥ কামরুল হাসান ॥

সিরাজগঞ্জ, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই সবজি চাষাবাদে স্বচ্ছলতা ফিরে এসেছে অনেক কৃষকের। সবজির বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ২৬৫ হেক্টর জমিতে। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এ চাষাবাদ বেশি করেছে। 

তবে জেলার চরাঞ্চলসহ উল্লাপাড়া, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে সবজি চাষাবাদ বেশি হয়েছে। 

এসব সবজি চাষাবাদের মধ্যে রয়েছে, শীতকালীন সবজিসহ বারোমাসি হাইব্রিড বেগুন, ঢেড়শ, পুঁইশাক, পটল, কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, সিম, মূলা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাঁজরসহ অনান্য শাকসবজি। 

এরমধ্যে হাইব্রিড জাতের সবজি চাষাবাদ বেশি হয়ে থাকে। 

এ চাষাবাদে সিরাজগঞ্জ সদর উপজেলার রাজাপুর গ্রামের আদর্শ কৃষক আবু বক্কর সিদ্দিক (৩৪) ও তার স্ত্রী রিমি (২৫) বাড়ির আঙ্গিনায় ৫০ শতক জমিতে সবজি চাষাবাদ করেছে। এসব সবজির মধ্যে রয়েছে কুমড়া, পুঁইশাক, ঝিঙ্গা ও বেগুন। এ চাষাবাদে ব্যয় হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। আর এসব সবজি এ পর্যন্ত বিক্রি করেছে প্রায় দেড় লাখ টাকা এবং সবজি বাগান থেকে আরো ২/৩ মাস সবজি বিক্রি করা যাবে। সবজি চাষাবাদে স্বচ্ছলতা ফিরে আসায় এ দম্পত্তির মুখে হাসি ফুটেছে। তাদের দুটি সন্তান এখন স্কুলে লেখাপড়া করছে। 

কৃষক আবু বক্কর সিদ্দিক এ প্রতিবেদককে বলেন, এ সবজি চাষে পরিবারের সবাই এখন ভালো আছি এবং আমাদের স্বচ্ছলতাও ফিরে এসেছে। গ্রামের অনেকেই এসব বারোমাসি সবজি চাষাবাদে ঝুকে পড়েছে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা এসব লাভজনক সবজি চাষাবাদ বেশি করছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, শীতকালিন ও বারোমাসি হাইব্রিড এসব সবজি চাষাবাদ হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগীতা ও পরামর্শ নিয়ে এ চাষাবাদ করছে অনেকে।

বাড়ির আঙ্গিনা ও জমিতে এসব সবজি চাষাবাদ করা হচ্ছে এবং কৃষক কৃষাণীরা এসব সবজির বাগান পরিচর্যা করছে। 

বর্তমানে হাটবাজারে বেগুন ৮০ টাকা থেকে ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেড়শ ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে এবং অনান্য সবজিও বিক্রিতে ভালো দাম পাওয়া যাচ্ছে। এছাড়া পাইকারি ব্যবসায়ীরা স্থানীয় হাট-বাজার থেকে ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। 

এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, এবার শীতকালীন বারোমাসি বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এ চাষাবাদে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এ চাষাবাদে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০