জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:৫২

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছকে কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য জমা দিতে হবে।

মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠান থেকে কতটুকু জমিতে গাছ লাগানো সম্ভব, কতটি গাছ লাগানো যাবে, সেই তথ্য জানাতে হবে।

চাহিদাপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, মোট জমির পরিমাণ (বর্গফুট), গাছ লাগানোর উপযোগী জমির পরিমাণ ও চাহিদাকৃত গাছের সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

তথ্য নির্ধারিত ছকে হার্ড কপি ও সফট কপিতে পাঠাতে হবে মাউশির মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক বরাবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০
পশ্চিম তীরের সংঘর্ষের পর বসতি স্থাপনকারীদের গ্রেফতার 
রোহিঙ্গাদের জন্যে আবারও চাল সহায়তা দক্ষিণ কোরিয়ার
শারার যুক্তরাষ্ট্র সফর সিরিয়ার জন্য নতুন সূচনা
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের পাশে দূতাবাস নির্মাণের আইনি প্রচেষ্টায় হেরে গেল রাশিয়া
রংপুরে যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার
চুয়াডাঙ্গায় পিঠা, ডিমচপ ও পেঁয়াজু বিক্রি করে ভাগ্য ফিরেছে মর্জিনার
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
খাগড়াছড়ির বিএনপি নেতা শহীদুল ইসলামের ইন্তেকাল 
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
১০