শহীদ আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের: ড. আসিফ নজরুল

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৩৮
ছবি : বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শহীদ আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে। 

আজ বুধবার দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ড. আসিফ নজরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহু ভাবে মারা যায়। কিন্তু আবু সাঈদের মতো এভাবে কেউ মারা যাননি। আবু সাঈদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশের ১ হাজারের বেশি তরুণ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে তিনি নিজেকেই প্রশ্ন রেখে বলেন, এতবড় আত্মদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার সাধ্য কি আমাদের আছে? আসলে নেই, কিন্তু আমরা চেষ্টা করছি। 

তিনি বলেন, আবু সাইদ হত্যার জন্য স্পষ্টভাবে যে দু‘জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, তারা দু‘জনেই গ্রেফতার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। নিশ্চিত করে বলতে পারি, এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কারও কোন রকম গাফিলতি নেই। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন।

আইন উপদেষ্টা বলেন,  শেখ হাসিনা কথায়-কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা শেখ হাসিনার আমলের মতো যেনতেন বিচার করতে আসিনি। আমরা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি বিচার করতে চাই। 

উপদেষ্টা বলেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনা ১৬ তারিখে দেখিনি। পরদিন ১৭ জুলাই বিকেলে দেখেছি। যে ছেলে এভাবে মরতে পারে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০
পশ্চিম তীরের সংঘর্ষের পর বসতি স্থাপনকারীদের গ্রেফতার 
রোহিঙ্গাদের জন্যে আবারও চাল সহায়তা দক্ষিণ কোরিয়ার
শারার যুক্তরাষ্ট্র সফর সিরিয়ার জন্য নতুন সূচনা
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের পাশে দূতাবাস নির্মাণের আইনি প্রচেষ্টায় হেরে গেল রাশিয়া
রংপুরে যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার
চুয়াডাঙ্গায় পিঠা, ডিমচপ ও পেঁয়াজু বিক্রি করে ভাগ্য ফিরেছে মর্জিনার
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
খাগড়াছড়ির বিএনপি নেতা শহীদুল ইসলামের ইন্তেকাল 
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
১০