প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয় : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:৩৫
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল দাপ্তরিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল কর্তব্য। প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়।

আজ বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তারা প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারি কর্মকর্তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা, অভিযোগ ও সমস্যা সম্পর্কে তারা সম্যক অবহিত। 

তিনি প্রচলিত আইন-কানুন, বিধিবিধান ও নীতিমালার আলোকে সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নাগরিকদের অধিকার ও জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদেরকে অনুরোধ জানান। 

সরকারি কর্মকর্তাদেরকে জনগণের সেবক অভিহিত করে ড. খালিদ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে জনগণের প্রকৃত সেবক হয়ে উঠতে হবে। রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। 

তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে উপদেষ্টা সাতকানিয়া পুলিশ স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন কমপ্লেক্স পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প
১৮ জুলাই : ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১
জাবিতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’-এর যাত্রা শুরু
সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে
ইরাকের শপিংমলে অগ্নিকাণ্ডে হতাহত ৫০
সাব-রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয় গ্রহণে প্রস্তুত: ভূমি উপদেষ্টা
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত
৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
১০