প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয় : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:৩৫
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল দাপ্তরিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল কর্তব্য। প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়।

আজ বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তারা প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারি কর্মকর্তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা, অভিযোগ ও সমস্যা সম্পর্কে তারা সম্যক অবহিত। 

তিনি প্রচলিত আইন-কানুন, বিধিবিধান ও নীতিমালার আলোকে সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নাগরিকদের অধিকার ও জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদেরকে অনুরোধ জানান। 

সরকারি কর্মকর্তাদেরকে জনগণের সেবক অভিহিত করে ড. খালিদ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে জনগণের প্রকৃত সেবক হয়ে উঠতে হবে। রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। 

তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে উপদেষ্টা সাতকানিয়া পুলিশ স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন কমপ্লেক্স পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০