জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথন

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৩:২৩

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল দেশের সব জেলায় প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হবে। এতে সামনের সারিতে থাকবেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

এই আয়োজনের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টায় রাজধানীর রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ও হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে ট্র্যাশন শো (বর্জ্য বা ফেলনা জিনিসপত্র দিয়ে তৈরি পোশাক পরে ফ্যাশন শো) আয়োজিত হবে ।

এদিন দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজ নিজ উদ্যোগে পালন করবে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান। এতে দেখানো হবে ‘টিচার্স ইন জুলাই’ এবং ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ শিরোনামের চলচ্চিত্র। হাতিরঝিলেও চলবে ‘জুলাইয়ের গান’, ‘আবরার ফাহাদ’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ চলচ্চিত্র প্রদর্শনী।

রাতের বিশেষ আকর্ষণ হিসেবে ড্রোন শো’র মাধ্যমে তুলে ধরা হবে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা।

এদিকে, ১৮ জুলাই স্মরণে প্রকাশ করা হবে একটি মিউজিক্যাল ভিডিও, যার থিম সংগীত হবে ‘আওয়াজ উডা’। ভিডিওটি ‘১৮ জুলাই রিমেম্বারেন্স’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে।

এইদিন আরও প্রচার হবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শিরোনামের ডকুমেন্টারির চতুর্থ পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধা’র স্মৃতিচারণভিত্তিক ভিডিও।

এই অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে সরকারি সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথম বিভাগ দাবা লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করে সবার উপরে বাংলাদেশ
হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল
বিএমপি'র আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে এমটি রয়্যালস চ্যাম্পিয়ন
স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার
আমরা পাকিস্তানের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে জানি : লিটন
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত 
ফ্যাসিস্টরা আবার ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে : মির্জা ফখরুল
জাতীয় ব্যাডমিন্টনে সোয়াদের হ্যাটট্রিক শিরোপা, নারী এককে চ্যাম্পিয়ন নাছিমা
শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে : শ্রম উপদেষ্টা
১০