জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথন

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৩:২৩

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল দেশের সব জেলায় প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হবে। এতে সামনের সারিতে থাকবেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

এই আয়োজনের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টায় রাজধানীর রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ও হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে ট্র্যাশন শো (বর্জ্য বা ফেলনা জিনিসপত্র দিয়ে তৈরি পোশাক পরে ফ্যাশন শো) আয়োজিত হবে ।

এদিন দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজ নিজ উদ্যোগে পালন করবে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান। এতে দেখানো হবে ‘টিচার্স ইন জুলাই’ এবং ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ শিরোনামের চলচ্চিত্র। হাতিরঝিলেও চলবে ‘জুলাইয়ের গান’, ‘আবরার ফাহাদ’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ চলচ্চিত্র প্রদর্শনী।

রাতের বিশেষ আকর্ষণ হিসেবে ড্রোন শো’র মাধ্যমে তুলে ধরা হবে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা।

এদিকে, ১৮ জুলাই স্মরণে প্রকাশ করা হবে একটি মিউজিক্যাল ভিডিও, যার থিম সংগীত হবে ‘আওয়াজ উডা’। ভিডিওটি ‘১৮ জুলাই রিমেম্বারেন্স’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে।

এইদিন আরও প্রচার হবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শিরোনামের ডকুমেন্টারির চতুর্থ পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধা’র স্মৃতিচারণভিত্তিক ভিডিও।

এই অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে সরকারি সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০